ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহকে বলেছেন, প্রতিরোধ অক্ষ থেকে থেকে ইসরায়েল কঠোর জবাব পাবে।
হিজবুল্লাহর ওপর আগের দুদিন ধরে চালান নজিরবিহীন পেজার ও ওয়াকি-টকি হামলার পর বৃহস্পতিবার সালামি এমনটি বলেন।
মঙ্গলবার ও বুধবারের হামলায় লেবানন ও হিজবুল্লাহ ইসরায়েলকে দোষারোপ করছে। ইসরায়েল এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সম্ভবত এসব হামলা চালিয়ে থাকতে পারে।
সালামি তার বার্তায় নাসরাল্লাহকে বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) হতাশা এবং ধারাবাহিক ব্যর্থতার ফল। শিগগিরই প্রতিরোধ অক্ষ থেকে কঠিন জবাব পাবে। আমরা এ রক্তপিপাসু ও অপরাধী শাসনের ধ্বংস প্রত্যক্ষ করব।
ইরান ও ইসরায়েল প্রায়শই একে অন্যকে হুমকি দেয়। গত এপ্রিলে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলায় ১৩ জন নিহত হলে ইসরায়েলের সঙ্গে বিরোধ চরমে ওঠে।