1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ এনে এসিল্যান্ডকে গ্রেপ্তারের দাবি

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

সাভার (ঢাকা): গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ও হুকুমদাতা দাবি করে সাভার উপজেলা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।পরে ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয় ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার পক্ষে শিক্ষার্থী রাফসান বাংলানিউজকে বলেন, এসএম রাসেল ইসলাম নূর আওয়ামী লীগের সময় থেকে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনি সরাসরি জড়িত ছিলেন। আমরা দেখেছি, তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে উপস্থিত থেকে হত্যাযজ্ঞের সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই তাকে পদত্যাগ করতে হবে।এ সময় শিক্ষার্থী সৌরভ বলেন, আমরা জানি ফ্যাসিস্টের আমলে কোনো কর্মকর্তা অপরাধ করলে তাকে বদলি করা হতো। বদলি করাটা তো কোনো শাস্তি না। আমরা চাই এখানে ১ ঘণ্টার মধ্যে এসএম রাসেল ইসলাম নূর উপস্থিত হয়ে পদত্যাগ করবেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আমরা খুনি এসিল্যান্ডের শাস্তি চাই।

এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অপর এক ব্যক্তি ফোন রিসিভ করে বলেন, ইউএনও স্যার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। তার পরিচয় জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর