1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ডেভিল হান্ট: রাঙামাটিতে পৌর আ.লীগের সম্পাদকসহ আটক ৩

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬ বার পঠিত

রাঙামাটি: অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)।রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আজ বিকেলে অভিযান চালিয়ে রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলীকে আটক করা হয়েছে। এর আগে ডিবি পুলিশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের বাস ভবনে অভিযান পরিচালনা করলে তাকে তার বাসায় পাওয়া যায়নি বলে জানান।

এদিকে আটক অন্যান্যরা হলেন- জেলা শ্রমিকলীগের নেতা শাহজালাল মাঝি এবং মাওলা মিয়া। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর