1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

দীর্ঘ আইনি লড়াই শেষে ‘ব্র্যাঞ্জেলিনা’র বিচ্ছেদ!

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিয়ের মাত্র দুই বছর পর ২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। তার পর থেকে তাদের আইনি লড়াই চলছিল।দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছদের সমঝোতা করতে পেরেছেন তারা।খবরটি জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবী। তবে পিটের আইনজীবী এ বিষয়ে এখনও কথা বলেননি। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।জোলি ও পিট বিয়ে করেন ২০১৪ সালে। ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। কারণ হিসেবে তিনি ‘অমিমাংসিত মতবিরোধের’ কথা উল্লেখ করেন।

তাদের রয়েছে ৬ সন্তান। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেয়।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা দিয়ে জোলি ও পিটের পরিচয় হয়। তারা একে অপরের প্রেমে পড়েন। দীর্ঘ ১০ বছর প্রেমের পর বিয়ে করেন তারা। ভক্তদের কাছে এই সাবেক দম্পতি ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত।

জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর