1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে মত না পাল্টালেও আলোচনা চালিয়ে যাবে যুক্তরাজ্য

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত না পাল্টালেও নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত সারাহ কুক। বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাজ্য এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন হয়নি জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি যুক্তরাজ্য একটি বিবৃতি দিয়েছিল। আমরা এ বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো সঙ্গে ইতিবাচক আলোচনা চালিয়ে যাবো।

দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার কথা ব্যক্ত করে তিনি জানান, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা অংশীদার জোরদার করার বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা চ্যালেঞ্জের বিষয়ে একসঙ্গে কাজ করার আলোচনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর