ঢাকা: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে প্রেস ক্লাব এলাকার সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টা নাগাদ শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারের দিকে চলে যান। এরপরই পল্টন থেকে কদম ফোয়ারামুখী রাস্তা উন্মুক্ত হয় এবং প্রেসক্লাব এলাকায় যানচলাচল স্বাভাবিক হতে থাকে।
অবশ্য শিক্ষকরা সরে গেলেও প্রেস ক্লাবের সামনে এখনো বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। অন্যদিকে বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষক এখনো এলাকায় রয়ে গেছেন। তবে পুলিশকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এর আগে দাবি আদায়ে সকাল ৯টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিতে শুরু করেন কয়েক হাজার শিক্ষক। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সরিয়ে দিতে দুপুর পৌনে ২টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। এক পর্যায়ে তাদের ছাত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি রঙিন পানি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
তখন দিদারুল আলম নামে এক শিক্ষক বলেন, আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনে আমদের লাশ যাবে, আমরা সরব না । আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দেব।
দীর্ঘদিন ধরে শিক্ষকদের এই কর্মসূচি চলায় প্রেসক্লাব এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত হয়েছে বলে জানা গেছে।