বিএনপি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো সন্ত্রাস স্পন্সর করে উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, তারা (বিএনপি) একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো সন্ত্রাস স্পন্সর করে। আজ তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। প্রমাণিত অপরাধ তারা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটি বিরোধী দলকে নাশ করে দেওয়ার চেষ্টা করেছে। বাহির থেকে অস্ত্র এনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদ্দাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার শর্টটার্ম এডভান্টেজ দিলেও লং টার্ম ডিজাস্টার তৈরি করেছে। আজ যদি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়, এটি গণতন্ত্রের ওপর আঘাত। তারা ২০০৬ সালে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করেছে। আজকে এরা কোন মুখে ভোটাধিকারের কথা বলছে।
ব্রিটিশরা যেমন কাশিমবাজারে কুঠি গেড়ে উপনিবেশ গড়ে তোলে, সেভাবে নয়াপল্টনে কুঠি গেড়ে বিদেশিদের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি।
তিনি বলেন, আজকে বিএনপি যখন সকল ভাবেই ব্যর্থ হয়েছে, তখন তারা কিসের আশ্রয় নেওয়ার চেষ্টা করল? ব্রিটিশরা উপনিবেশ গড়ার সময় যেমন কাশিমবাজার কুঠি গড়ে ছিল, আজকে নয়াপল্টনে একটা কাশিমবাজার কুঠি গেড়ে জনগণের নেতা, বাংলাদেশ মানুষের আস্থার একমাত্র ঠিকানা, জনগণের বিশ্বস্ত প্রতিনিধি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। যেকারণে তারা নির্বাচনে যেতে চায় না। কারণ তারা ভালো করেই জানে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই।
ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশের ছাত্রসমাজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের শিক্ষাজীবন নিয়ে তালবাহানার চেষ্টা করবেন না। কোনো কালো হাত দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আক্রান্ত করার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানগার্ড হয়ে কাজ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব।
গত কয়েকদিন ধরে রাজনৈতিক পরিবেশকে উসকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আবার রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা রাজনৈতিক দল, রাজনীতি করি। অন্য রাজনৈতিক দল থাকবে, ডেমোক্রেটিক প্র্যাক্টিস থাকবে। সেটি আমরা চাই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে, প্রত্যেকটি রাজনৈতিক দল জাতির পিতার আদর্শে উজ্জীবিত থাকবে। একজন তরুণ নেতার এটিই চাওয়া।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা।