1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

বিশ্ব পরিস্থিতিই নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

বিশ্ব পরিস্থিতিই নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী এই সংবাদ সম্মেলন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্যে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষ জবাব দিয়েছে ব্যালোটের মাধ্যমে। আমরা বিএনপিকে বলবো সত্যকে মেনে ইতিবাচক রাজনীতি করার। বিএনপি ব্যর্থ, তাদের মিথ্যাচারে রাজনীতি বিরুদ্ধে জবাব দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন জন্য আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে বিএনপিকে। এছাড়া আরও কোনো উপায় নেই।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সকল নেতাকর্মীদের ধর্য্য ধরতে হবে। ধর্য্য ধরে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।

নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জ তো আছেই। বিশ্ব পরিস্থিতি নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ।

কাদেরকে দিয়ে নতুন সরকারের বিরোধী দল গঠন করবে সাংবাদিক এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের রেজাল্ট অফিসিয়ালি ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, চৌদ্ধ দলের ও দুজনের মত জিতেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার সময় তো দূরে নয়। যিনি হাউজ অফ দ্যা লিডার হবেন তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অফ দ্যা হাউজ পরিস্থিতি বাস্তবতা, করণীয় অবশ্যই সিদ্ধান্ত নিবেন।

নির্বাচন নিয়ে করা বিএনপির মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশী সাংবাদিক, পর্যবেক্ষক সবাই নির্বাচন দেখেছেন, প্রত্যক্ষ করেছেন এবং আপনাদেরও বিবেক আছে। পরিস্থিতি বুঝার ক্ষমতা আছে। নির্বাচনটা কেমন হয়েছে। বিএনপি জামায়াতের তীব্র বিরোধিতা ও নির্বাচন বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেও কতটা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ হয়েছে সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন। যা সত্য তা সব কিছুই আপনারা জানেন। আর যা কিছু মিথ্যাচার আপনারা দেখছেন। এখনো তারা মিথ্যাচার করে বেড়াচ্ছে। জনগণের রায় কে অস্বীকার করে তাদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার হুমকি ধমকি দিচ্ছে। আমরা যে কোন মূল্যে সব ধরনের সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে, পরাজিত করতে বদ্ধ পরিকর।

তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের সেবা করারই আওয়ামী লীগের উদ্দেশ্য। সবসময় আওয়ামী লীগ মানুষের সেবা করে এবার, সেটাই কাজই করবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর