তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয়ে রকেট হামলা চালোনোর দাবি করেছে হিজবুল্লাহ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই আক্রমণ করেছে। লেবাননে চালানো ইসরায়েলি বিমান হামলায় দলটির কমান্ডারের হত্যাসহ দেশব্যাপী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করেছে সংগঠনটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে উৎক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শণাক্ত করে তা বিধ্বস্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিবে এই ঘটনায় সতর্ক সংকেত জারি করা হয়।
হামলায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নেতানিয়া শহরসহ ইসরায়েলের মধ্যাঞ্চলেও সতর্ক সংকেত জারি করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, সিরিয় অঞ্চল থেকে তাদের সীমানায় অনুপ্রবেশকারী একটি ড্রোন ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান।
বিগত কয়েকদিনে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে প্রায় এক বছর ধরে চলা লেবানন ও ইসরায়েলি সীমান্তের উত্তেজনা তীব্রতর হচ্ছে।
এদিকে, চলতি সপ্তাহে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একাধিক হিজবুল্লাহ নেতার মৃত্যু ও লেবাননের অভ্যন্তরে কয়েকশ’ লক্ষ্যবস্তু বিধ্বস্ত হয়েছে।