1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙার দায়ে ২৫০৮ মামলা

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৫০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।এ ছাড়া অভিযানকালে ৭১টি গাড়ি ডাম্পিং ও ৭২ টি গাড়ি রেকার করা হয়েছে।সোমবার (০৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৯৭৫টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৫৫টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর