1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যসি’ পুরস্কার পেলেন আবিদা ইসলাম

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৪ বার পঠিত

ঢাকা: লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোম্যসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে বি‌দে‌শি দূতাবাসে কর্মরত নারী কূটনীতিকদের বিশেষ ফোরাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট’ এ পুরস্কার দিয়েছে।

লন্ডনে মেক্সিকো দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবিদা ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

বুধবার (৩০ জুলাই) যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জোসেফা গনজালেস ব্লাংকো অরতিজ মেনা বর্তমানে ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্কের’ প্রেসিডেন্ট।

বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন সেটি হচ্ছে ‘চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুয়ালিটি’।

আবিদা ইসলাম তার কূটনীতি ও কাজের মাধ্যমে নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তার কাজে সেটি প্রতিফলিত হওয়ায় এই সম্মাননা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকার সময় এবং যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আবিদা ইসলাম বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটিতে জেন্ডার সমতার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন।

অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় ৫০ জন নারী কূটনীতিক যোগ দেন। কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্ক’ গঠন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর