1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধকে স্বাগত জানিয়েছেন।

ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে ইরানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘায়ি এক বিবৃতিতে জানান, বুধবার স্থানীয় সময় ভোরে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননের সরকার এবং জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে।বিবৃতিতে তিনি আর উল্লেখ করেন, ইসরায়েলের যুদ্ধবিগ্রহ এবং অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় সরকারের সর্বাত্মক সমর্থন রয়েছে। ফলে গাজা উপত্যকা এবং লেবাননে নিরীহ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। এছাড়া এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে।

চুক্তি অনুসারে, লেবাননের সেনাবাহিনী আগামী ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে এবং ইসরায়েল ধীরে ধীরে এ অঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর