1. admin@bartomankagoj.com : admin :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

৭০ শতাংশ দগ্ধ কিশোর মাকিনকেও বাঁচানো গেল না

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

ঢাকা: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)।

স্কুলটির সপ্তম শ্রেণি পড়ুয়া মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে মারা যায় সে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার অবস্থা ছিল গুরুতর। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মাকিন গাজীপুর সদরের বড়বাড়ি এলাকার মো. মহসিনের ছেলে। সেখান থেকেই নিয়মিত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করতো সে। মহসিনের দুই সন্তানের মধ্যে ছোট ছিল সে।

এর আগে সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে এক শিক্ষার্থী মারা যায় বার্ন ইনস্টিটিউটে। তাসমিন ও মাকিনকে নিয়ে ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো। সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ২১ জুলাই দুপুরে বিধ্বস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় বিভিন্ন বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত পর্যন্ত চলে অভিযান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। রাতেই ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়, যাদের মধ্যে বিমানটির পাইলট তৌকির ইসলামও ছিলেন। পরে চিকিৎসাধীন অনেকের মৃত্যুতে বাড়তে থাকে নিহতের সংখ্যা।

ওই দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর