হাসান মাহমুদকে বুঝে উঠতে পারেনি ভারত। সকালে বাংলাদেশি পেসারের কাছে প্রথম তিন ব্যাটার ৩৪ রানের মধ্যে নিজেদের বিলিয়ে দেন। তারপর ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়ালের প্রতিরোধও ভেঙে দেন হাসান। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিতে বাংলাদেশের কাছ থেকে দিন কেড়ে নেন। আর কোনও উইকেট না হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। দিনের খেলা শেষ করে হাসান জানালেন, চারশ রানের আগে ভারতকে অলআউট করার লক্ষ্য তাদের।হাসানের দুর্দান্ত বোলিংয়ে রোহিত শর্মা, শুবমান গিল এবং বিরাট কোহলি ব্যর্থ হন। গিল ডাক মারেন, রোহিত ও কোহলি ৬ রান করেন। প্রতিরোধ গড়ার পর ৩৯ রান করে পান্তও হাসানের শিকার হন। তারপর নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় সেশনে একটি করে উইকেট তুলে নেন। শেষ সেশনে আর বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। অপরাজিত সেঞ্চুরিতে অশ্বিন ও জাদেজা ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।