1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

জয়ে ফেডারেশন কাপ শুরু কিংসের

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

আজ কুমিল্লার বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ভালেরি তিতার দল।

জয়সূচক গোলটি করেছেন তপু বর্মণ।
ম্যাচের আগে আলোচনায় ছিল মাঠ। ভালো ফুটবলের জন্য কুমিল্লার স্টেডিয়ামটি উপযুক্ত নয়। কিংস চেয়েছিল মাঠ পরিবর্তন করতে, তাতে সাড়া দেয়নি ব্রাদার্স। আজ এই মাঠে ফেডারেশন কাপের ম্যাচ গড়ালেও গতকালই এই মাঠ থেকে ক্রিকেটের পিচ সরানো হয়েছে। তাতেই বোঝা যায়, এই মাঠ ফুটবলের জন্য কতটা উপযুক্ত। মাঠের খেলায়ও এর প্রভাব দেখা গেল। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারলেন না সেভাবে।

ম্যাচের শুরুতেই মিগেল ফেরেরা ব্রাদার্সের জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে কাটা পড়ে। প্রথমার্ধে ধীর স্থির ফুটবল খেলছিল কিংস। মাঠের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছিলেন ফুটবলাররা। প্রথমার্ধে দুই দলই চেষ্টা করলেও জালের দেখা পায়নি। তবে দুই দলের গোলকিপারের পারফরম্যান্সে ছিল প্রশংসাযোগ্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬৯তম মিনিটে মিগেলের ক্রস থেকে হেড জালে বল জড়ান তপু। তার এই বলেই জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর