1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

নব উদ্যমে টি-টোয়েন্টিতে নতুন আয়োজন বিসিবির

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

ঢালিউডের তারকারাও হাজির হলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে। জমকালো এই আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে ঘরোয়া একটি টুর্নামেন্টের জন্য। এমন কিছু সাধারণত চোখে পড়ে না খুব একটা।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি ছিল অনেকদিনের। অবশেষে পূরণ হচ্ছে এই আশা। জাতীয় ক্রিকেট লিগের আদলে হবে এনসিএল টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট।

ময়মনসিংহ বাদে বাকি সাতটি বিভাগ অংশ নেবে, এর সঙ্গে থাকবে ঢাকা মেট্রো। লিগ পর্বে প্রতিটি দলই মুখোমুখি হবে একে-অপরের। এই পর্বের সবগুলো ম্যাচই হবে সিলেটে। এরপর প্লে অফ ও ফাইনাল হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।এনসিএল টি-টোয়েন্টির লোগো উন্মোচন ও স্পন্সর ঘোষণার অনুষ্ঠান শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এদিন এতে হাজির ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। তাদের সঙ্গে আনন্দে মেতে উঠেন বিসিবি কর্মকর্তারাও।

এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। দর্শকরা দেখতে পারবেন পুরো দুনিয়া থেকেই। এখন থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়মিতই আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএলের বাইরে কমপক্ষে একটা টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএলের আগে মাঠে এভাবে গড়াবে। যেখানে অংশ নেবে শুধু স্থানীয় ক্রিকেটাররা। ’

‘আমরা সবসময় বলি দেশি ও বিদেশি খেলোয়াড়রা একসঙ্গে খেললে ড্রেসিংরুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। কিন্তু সেই বিদেশি খেলোয়াড়ের সঙ্গে খেলার আগে যে প্রস্তুতি, এটা খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এই টুর্নামেন্টে। ’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর