1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হলেন ইমরুল হাসান

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৪৪ বার পঠিত

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সর্বস্তরেই চলছে পালাবদল। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়।

সরকার পতনের পর বাফুফে থেকে পদত্যাগ করেছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি সরকারদলীয় এমপি এবং বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। তার পদত্যাগের পর আজ জরুরি নির্বাহী সভা ডাকে বাফুফে। যেখানে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি ইমরুল হাসানকে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়াম্যান করা হয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের তিন দিন পর পদত্যাগ করেন সালাম মুর্শেদী। এরপর ফিন্যান্স কমিটির প্রধানের পদ খালি ছিল। আজ জরুরি সভা ডেকে সহ-সভাপতি ইমরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

এ বছরই পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন। তার স্থানে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ইমরুল হাসান। আবার বাফুফের আরও একটি নতুন দায়িত্ব নিতে হচ্ছে তাকে।

এর আগে আর্থিক অনিয়মের কারণে ফিফার জরিমানার মুখে পড়েছিলেন সালাম মুর্শেদী। প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর