1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়ে ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিক বনে গিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে রেকর্ড গড়লেও ক্লাবে এসে উদযাপনের সুযোগ পান পর্তুগিজ মহা তারকা। তবে ক্লাব কোনোমতে হার এড়ানোয় দিনটি খুব একটি ভালো যায়নি তার।
ম্যাচের শুরুতেই আল নাসর একটি জার্সি উপহার দেয় রোনালদোকে। যার পেছনে লেখা ছিল ‘৯০০’। আর তার ঠিক উপরে ইংরেজিতে লেখা ছিল ‘GOAT’ অর্থাৎ, গ্রেটেস্ট অব অল টাইম। ম্যাচের আগে সেটি হাতে নিয়ে ফটোশুট করেন পর্তুগিজ তারকা। তবে ম্যাচ মাঠে গড়ানোর পর আর এই খুশ থাকেনি।

সৌদি প্রো লিগে গতকাল রাতে আল নাসরের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে আল আহলি। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে আল আহলিকে এগিয়ে নেন সাবেক বার্সা ফরোয়ার্ড ফ্রাঙ্ক কেসিয়ে। সমতায় ফিরতে মরিয়া আল নাসর লম্বা সময় লড়াই চালিয়ে যায়। যোগ করা সময়ে গিয়ে ভাগ্য সহায় হয় তাদের। প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

পরবর্তী ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর আল ইত্তিফাকের মুখোমুখি হবে আল নাসর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর