1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

সবাই দেশে ফিরলেও লন্ডনে গেছেন সাকিব

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তসহ পুরো দলই দেশে ফিরেছে।

বিমানবন্দরে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিসিবি কর্মকর্তারা।
তবে পাকিস্তান থেকে ফেরা এই দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে তার নামে হত্যা মামলা হয়েছে। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে।

সবাই দেশে ফিরলেও সাকিব ফেরেননি। তিনি চলে গেছেন লন্ডনে। কাউন্টি দল সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। এরপর আসন্ন ভারত সফরে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন শুরু করেছেন। ৯ তারিখ থেকে লাল বলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন।

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা টাইগারদের। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবে দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর