1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

১৪ বলে সাকিবের ২৩, গলের সংগ্রহ ১৮০ রান

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

লঙ্কান প্রিমিয়ার লিগে(এলপিএল) এবারের আসরে নিজের শুরুটা দুর্দান্ত করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তুললে গল টাইটান্স। ফলে জিততে হলে ডাম্বুল্লা ওরার করতে হবে ১৮১ রান।

কমল্বোতে ম্যাচের শুরুতে টস জিতে গলকে ব্যাট করার আমন্ত্রণ জানান ডাম্বুল্লাহ দলনেতা কুশল মেন্ডিস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গলের। ওপেনিং জুটিতে আসে ২৩ রান। ৩ রানে ফেরেন ওপেনার লাসিথ ক্রোসপুলে।

তবে দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাট করতে থাকেন শেভন ড্যানিয়াল ও ভানুকা রাজাপাকসে। ২৬ বলে ৩৩ রান করেন ড্যানিয়াল। আর রাজাপাকসের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৮ রান। ১৭ বল খেলে ১৪ রান করেন টিম শেইফার্ট। আর সাকিব আল হাসান করেন মাত্র ১৪ বলে ২৩ রান।

আর শেষদিকে দলনেতা দাসুন শানাকা ২১ বলে ৪২ রানের অপ্রতিরোধ্য একটি ইনিংস খেলেন। আর লাহিরু সামারাকোন ৭ রানে অপরাজিত থাকেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর