পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ ‘এ’ দল চার দিনের ম্যাচ খেলেছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।
এখন চলছে একদিনের ম্যাচ।
প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু এদিন ইসলামাবাদে বৃষ্টি শুরু হয়। রাত নয়টা অবধি কাট অফ টাইম দেওয়া হয়।
কিন্তু শেষ অবধি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কারণ ভেজা মাঠ শুকায়নি, বৃষ্টিও হচ্ছিল। ফলে তিন ম্যাচের সিরিজে এগিয়েই থাকলো পাকিস্তান শাহিনস। আগামী ৩০ আগস্ট ইসলমাবাদ ক্লাব মাঠে হবে শেষ ম্যাচ।