1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

সাকিব ভালো খেললেও জেতেনি বাংলা টাইগার্স

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

আবুধাবি টি-টেন লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে নেমে আজ আজমান বোল্টসের কাছে ৩১ রানে হেরেছে সাকিববাহিনী। আজমানের ছুঁড়ে দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ উইকেটে ১০২ রান করে থামে বাংলা টাইগার্স।

আগে ব্যাট করতে নামা আজমান বোল্টস ওপেনিং জুটিতেই তুলে ফেলে ৭৭ রান। ১৮ বলে ২৭ রান করা ওপেনার শেভন ড্যানিয়েলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব নিজেই। কিন্তু ৩০ বলে ৬টি করে ছক্কা ও চারে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে বাংলার ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দেন অ্যালেক্স হেলস। এছাড়া ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জিমি নিশাম।

বল হাতে একমাত্র উইকেট নেওয়া বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব ২ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ১৭ রান। একমাত্র সাকিবই ওভারপিছু ১০-এর নিচে রান দিয়েছেন। বাকিদের মধ্যে ২ ওভারে সর্বোচ্চ ৩০ রান খরচ করেছেন রশিদ খান। এছাড়া ১ ওভারেই ২৪ রান দিয়েছেন হ্যারি ব্রুকস।

জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলা টাইগার্স। ওপেনার হজরতউল্লাহ জাজাই ৯ বলে ১৭ রান করলেও পরের ৩ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর ইফতিখার আহমেদকে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব। কিন্তু কাজ হয়নি। ইফতিখার নিজে ৮ বলে ২১ রান করে ফিরেছেন। আর সাকিব ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে আজমান বোল্টসের মুহাম্মদ মহসিন নেন ২ উইকেট। আর মুজিব-উর -রহমান, নিশাম ও দুনিথ ভেল্লালাগে নেন ১টি করে উইকেট। আর দলটির অধিনায়ক মোহাম্মদ নবি কোনো উইকেট না পেলেও ২ ওভারে দেন মাত্র ১১ রান। যা বড় পার্থক্য তৈরি করে দেয়।

৫ ম্যাচে এখন পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলা টাইগার্স। ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে বাংলা টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে সাতে আছে আজমান বোল্টস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর