ঢাকা: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ৫৯তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৫’। আয়োজনে অংশগ্রহণকারী সুনামধন্য এজেন্সিদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৩ নম্বর হলে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণে অংশ নেন- মেলার আয়োজক ও ফেয়ার কনভেইনারের সিইও মাহমুদ গালিব, ইনফিনিটি মেঘা মলের মার্কেটিং ও ব্র্যান্ডিং ম্যানেজার মাহবুবুল আলম ও ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের আঞ্চলিক পরিচালক রেজাউল করিম।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি এজেন্সিগুলোকে ডিসকাউন্ট কার্ড উপহার দেওয়া হয়। যেসব শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করে আবেদনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন, এজেন্সিগুলো থেকে তারা এ ডিসকাউন্ট কার্ডের সুবিধা নিতে পারবেন। বিদেশ যাওয়ার আগে এ কার্ডের মাধ্যমে নির্ধারিত তিনটি ব্র্যান্ডের শো-রুম থেকে কেনাকাটায় পাবেন ২০ শতাংশ মূল্যছাড়।
ফেয়ার কনভেইনারের সিইও মাহমুদ গালিব বলেন, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত জায়গা খালি থাকলেও আমরা শুধুমাত্র নির্ভরযোগ্য এজেন্সিগুলোকে মেলায় অংশগ্রহণের সুযোগ দিয়েছি। এজেন্সিগুলোর কাছে আমার প্রত্যাশা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষামেলাকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করতে চাই। আজ যেসব শিক্ষার্থী এখানে এসেছেন, আশা করবো পরে তারা তাদের অভিভাবক ও বন্ধুদের নিয়ে আসবেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- উইজডম অ্যাডুকেশন, এডুমিগ, স্টাডি সল্যুশন, বাংলা আইএলটিএস ও ইমিগ্রেশন সেন্টার এবং স্মার্ট বি। মেলার শেষ দিনেও শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল পর্যাপ্ত ভিড়। সকাল থেকে ভিড় থাকলেও বিকেলের পর প্রায় প্রতিটি স্টল ছিল কানায় কানায় পরিপূর্ণ। এ সময় স্টলের কনসালটেন্টদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েল, পোর্টস মাউথ ইউনিভার্সিটি ও সানজিন ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট ছিলেন আগতরা।
আয়োজকরা জানান, মেলায় ৩৫টির বেশি দেশসেরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইউকে, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এশিয়া ও ইউরোপের অন্তত ৫০টি দেশে শিক্ষা ও স্কলারশিপের সুযোগ নিয়ে তারা আলোচনা করেছেন। বিনামূল্যে পরামর্শ দেওয়ার পাশাপাশি নির্ভুল আবেদন ও ভিসা প্রস্তুতির বিষয়েও দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।