1. admin@bartomankagoj.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ২০২৩ সালে টিআই পরিচালনা পর্ষদের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

তিনি আসছেন টিআইয়ের সবচেয়ে বড় ও সক্রিয় জাতীয় অধ্যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আমন্ত্রণে।
তার এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক ও জাতীয় অভিজ্ঞতা বিনিময়, টিআইবির কার্যক্রম, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো প্রত্যক্ষভাবে জানা। সফরকালে তিনি টিআইবির কর্মী, সারা দেশের ৪৫ অঞ্চলে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, তরুণদের প্ল্যাটফর্ম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের (ইয়েস) ৬৫টি শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ের অংশীজন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনা করবেন।

খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ২০১৯ সাল থেকে টিআই আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গুরুত্বপূর্ণ নানা কমিটিতে কাজ করেছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই-ফ্রান্সের বোর্ড সদস্য ছিলেন। এ সময়ে তিনি অবৈধ অর্থপ্রবাহ ও পাচার, কৌশলগত আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক শুদ্ধতা বিষয়ে কাজ করেছেন। তার নেতৃত্বেই টিআই সেক্রেটারিয়েটের উদ্যোগে জি-২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতিবিরোধী কর্মসূচি শুরু হয়।

ফ্রান্সের নামকরা ইকোল পলিটেকনিক এবং ইকোল দে মাইন্স দে প্যারিস থেকে ইতিহাসে স্নাতক ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত জীবনে সরকারি ও বেসরকারি উভয় খাতে কাজ করেছেন এবং ফ্রান্সের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সিএনএএমে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর